গত জুনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ডব্লিউডব্লিউডিসি সম্মেলনে নিজেদের পরবর্তী প্রজন্মের মোবাইল অপারেটিং সিস্টেম ‘আইওএস ২৬’ প্রদর্শন করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির তথ্যমতে, আগামী সেপ্টেম্বরে আইওএস ২৬ অপারেটিং সিস্টেম বিনা মূল্যে আপডেট আকারে উন্মুক্ত করা হবে। সংস্করণটিতে ফোনকল অনুবাদের সুবিধাসহ বেশ কিছু সুবিধা ব্যবহারের সুযোগ মিলবে। আইওএস ২৬ অপারেটিং সিস্টেমে যেসব নতুন সুবিধা যুক্ত করা হয়েছে, সেগুলো দেখে নেওয়া যাক।
আইওএস ২৬–এর সবচেয়ে বড় পরিবর্তন চোখে পড়বে এর নকশায়। নতুন নকশার নাম লিকুইড গ্লাস। অ্যাপলের দাবি, এই নকশা বাস্তবের কাচের মতো আচরণ করবে। আলো ও গতি অনুযায়ী রং পাল্টাবে। এমনকি ছায়াও পড়বে। এই ডিজাইন আইফোন, ম্যাক, আইপ্যাডসহ অ্যাপলের অন্যান্য ডিভাইসেও ধাপে ধাপে যুক্ত করা হবে। নতুন এ নকশায় ব্যবহারকারী যখন পর্দায় আঙুল স্পর্শ করবেন, তখন আইফোনের পর্দায় থাকা উপাদানগুলো দ্রুত সাড়া দেবে।
গ্রুপ চ্যাটের অভিজ্ঞতাও বদলে দেবে আইওএস ২৬। ব্যবহারকারীরা চাইলেই গ্রুপ চ্যাট করার সময় চ্যাটের পটভূমি বা ব্যাকগ্রাউন্ড নিজের মতো করে সাজাতে পারবেন। এ ছাড়া সিদ্ধান্ত বা মতামত জানাতে চালু করা যাবে পোল। সবচেয়ে কার্যকর সংযোজন হলো, গ্রুপ চ্যাটেও দেখা যাবে কে কখন টাইপ করছেন। এত দিন এ সুবিধা কেবল ব্যক্তিগত চ্যাটে সীমাবদ্ধ ছিল।
ফোন ব্যবহারে সময় সাশ্রয়ের জন্য আইওএস ২৬–এ যুক্ত হয়েছে ‘কল স্ক্রিনিং’ ও ‘হোল্ড অ্যাসিস্ট’ নামের দুটি সুবিধা। অপরিচিত নম্বর থেকে ফোন এলে তা ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ কি না, তা জানাবে কল স্ক্রিনিং সুবিধা। অন্যদিকে হোল্ড অ্যাসিস্ট সুবিধা ফোনকল অপেক্ষমাণ করে রাখবে। ফলে ব্যবহারকারীরা গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। এ ছাড়া ফোন অ্যাপে আসছে নতুন ইউনিফায়েড ভিউ, যেখানে ‘ফেভারিটস’, ‘রিসেন্টস’ ও ‘ভয়েসমেইল’ একসঙ্গে দেখা যাবে।
আইওএস ২৬–এর অন্যতম আকর্ষণীয় সংযোজন হলো লাইভ ট্রান্সলেশন। ফোনকল চলাকালীন কথোপকথন এক ভাষা থেকে আরেক ভাষায় অনুবাদ করবে এটি। ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে আইফোনের মধ্যেই। ফলে ইন্টারনেট সংযোগ বা ক্লাউডে তথ্য পাঠানোর প্রয়োজন পড়বে না।
আইওএস ২৬–এ যুক্ত হচ্ছে নতুন গেমস অ্যাপ, যা হবে আইফোনে সব গেম–সম্পর্কিত তথ্যের একক কেন্দ্র। অ্যাপটির হোম ট্যাবে পাওয়া যাবে গেমগুলোর সর্বশেষ আপডেট ও নতুন ইভেন্ট। অ্যাপল আর্কেড ট্যাবে থাকবে সাবস্ক্রিপশনভিত্তিক গেমগুলোর তালিকা। লাইব্রেরি ট্যাবে ব্যবহারকারী যেসব গেম অ্যাপ ইনস্টল করেছেন, সেগুলোর তালিকা দেখা যাবে। আর প্লে টুগেদার ট্যাবে বন্ধুদের গেম–সম্পর্কিত কার্যক্রম দেখা যাবে।
সূত্র: দ্য ভার্জ