Thank you for trying Sticky AMP!!

এক বা দুই সেকেন্ডের জন্য মনিটর বন্ধ হয় কেন?

প্রশ্ন: কম্পিউটারে কাজ করার সময় হঠাৎ করে এক বা দুই সেকেন্ডের জন্য মনিটর বন্ধ হয়ে যায়। চালুর পর মনিটরের পর্দার রং গোলাপি বা সবুজ দেখায়। কিছুক্ষণ পর রং স্বাভাবিক হয়। 

রাশেদুল ইসলাম, থানা পাড়া, কুষ্টিয়া

উত্তর: মনিটরের এ সমস্যা সাধারণত সিপিইউয়ের সংযোগ তারে ত্রুটি থাকলে হয়ে থাকে। এ ক্ষেত্রে মনিটরের সঙ্গে সিপিইউয়ের পাওয়ার কেব্​লটি ভালোভাবে যুক্ত আছে কি না, তা পরীক্ষা করতে হবে। অনেক সময় মনিটরের পাওয়ার অ্যাডাপ্টারে ত্রুটি থাকলেও এ সমস্যা হতে পারে। এ ক্ষেত্রে আপনাকে সার্ভিস সেন্টারের সহায়তা নিতে হবে।

পরামর্শ দিয়েছেন—

মেহেদী হাসান,কম্পিউটার হার্ডওয়্যার প্রকৌশলী