Thank you for trying Sticky AMP!!

বিল গেটস। ২০১৮

চোরাই সফটওয়্যার নিয়ে বিল গেটসের হতাশা

৩ ফেব্রুয়ারি ১৯৭৬

সফটওয়্যার চুরি বা পাইরেসি নিয়ে শৌখিন প্রোগ্রামারদের উদ্দেশে প্রথমবারের মতো হতাশা প্রকাশ করে একটি খোলা চিঠি লেখেন বিল গেটস।

৩ ফেব্রুয়ারি ১৯৮৬

বিশ্বখ্যাত টাইম সাময়িকীর ৩ ফেব্রুয়ারি, ১৯৮৬ সংখ্যায় প্রকাশিত একটি প্রতিবেদনে সফটওয়্যার তৈরির ধীরগতি বোঝাতে ‘ভেপরওয়্যার’ শব্দ ব্যবহার করা হয়।

৩ ফেব্রুয়ারি ১৯৭৬
চোরাই সফটওয়্যার নিয়ে প্রথম লেখেন বিল গেটস
সফটওয়্যার চুরি বা পাইরেসি নিয়ে শৌখিন প্রোগ্রামারদের উদ্দেশে প্রথমবারের মতো একটি খোলা চিঠি লেখেন শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। এটি ডেভিড বানেল প্রকাশিত অ্যালটেয়ার নিউজলেটারে প্রকাশিত হয়েছিল।

‘হবিস্টদের প্রতি খোলা চিঠি’ শিরোনামে প্রথম দিকের পারসোনাল কম্পিউটারের শৌখিন (হবিস্ট) প্রোগ্রামারদের উদ্দেশে চিঠি লেখেন। এই চিঠিতে তিনি সফটওয়্যার চুরির বিষয়ে হতাশা প্রকাশ করেন। বিল গেটস চিঠিতে উল্লেখ করেন, মাইক্রোসফটের তৈরি অ্যালটেয়ার বেসিক সফটওয়্যার হবিস্টরা বিনা মূল্যে ব্যবহার করতে পারেন। এটা তাদের দেওয়া হয় প্রোগ্রামিং চর্চার জন্য। কিন্তু এই সুযোগের অপব্যবহার করে অবৈধভাবে অনেক হবিস্ট অ্যালটেয়ার বেসিকের অবৈধ কপি তৈরি করছেন। এভাবে চোরাই সফটওয়্যারের ব্যবহার ছড়িয়ে পড়ছে, যা সফটওয়্যারশিল্পের বিকাশে বড় বাধা হতে পারে বলে বিল গেটস চিঠিতে বলেন।

টাইম সাময়িকীর ৩ ফেব্রুয়ারি, ১৯৮৬ সংখ্যার প্রচ্ছদ

৩ ফেব্রুয়ারি ১৯৮৬
সফটওয়্যার তৈরির ধীরগতি বোঝাতে ‘ভেপরওয়্যার’ শব্দের ব্যবহার
বিশ্বখ্যাত টাইম সাময়িকীর ৩ ফেব্রুয়ারি, ১৯৮৬ সংখ্যায় প্রকাশিত একটি প্রতিবেদনে কম্পিউটারশিল্পে ব্যবহৃত সফটওয়্যার তৈরির ধীরগতি নিয়ে হতাশা প্রকাশ করা হয়। টাইমের প্রতিবেদক ফিলিপ এলমার–ডিউইট মাইক্রোসফট করপোরেশনের নতুন উইন্ডোজ অপারেটিং সিস্টেম তৈরিতে বিলম্ব নিয়ে অভিযোগ করেন। কারণ উইন্ডোজ বাজারে আনার যে তারিখ মাইক্রোসফট ঘোষণা করেছিল, তা অনেক আগেই পার হয়ে গিয়েছিল। এই প্রতিবেদনে বলা হয় সিলিকন ভ্যালির জ্ঞানী ব্যক্তিরা এ রকম বিলম্বিত সফটওয়্যারকে ‘ভেপরওয়্যার’ হিসেবে আখ্যায়িত করছেন।

সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডট ওআরজি