ঠান্ডার প্রশান্তির পাশাপাশি শারীরিক সুস্থতাও নিশ্চিত করে ‘হায়ার’ এসি : মুহাম্মাদ মুনীম
প্রথম আলো ডটকমের আয়োজনে চতুর্থবারের মতো চলছে ‘অনলাইন এসি মেলা’। এতে অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় 'হায়ার বাংলাদেশ লিমিটেড'। এবারের আয়োজন নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির হেড অব প্রোডাক্ট (এয়ার কন্ডিশনার) মুহাম্মাদ মুনীম।