সাম্প্রতিক সময়ের আলোচিত ডিজিটাল অ্যাডভার্টাইজিং টেকনোলজি সম্পর্কে কতটা জানি আমরা? এ ধরনের বিপণন কৌশলের মাধ্যমে ক্ষুদ্র, ছোট ও মাঝারি আকারের উদ্যোগকে কতটা সমৃদ্ধ করছে? এমন নানা বিষয় নিয়ে প্রিয়শপ নিবেদিত প্রথম আলোর বিশেষ আয়োজন : DOOH Advertising Empowering MSMEs with ChutneyAds।
অতিথি
আশিকুল আলম খান সুজন
প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক, প্রিয়শপ
সহ–প্রতিষ্ঠাতা, চাটনিঅ্যাডস
ধাওয়াল শাহ
সহ–প্রতিষ্ঠাতা ও আঞ্চলিক ব্যবস্থাপনা পরিচালক
টু–স্টলিয়নস ডিজিটাল মার্কেটিং এজেন্সি, সিঙ্গাপুর
সহ–প্রতিষ্ঠাতা, চাটনিঅ্যাডস
রাজী শাহ
বিজনেস ডিরেক্টর, টু–স্টলিয়নস ডিজিটাল মার্কেটিং এজেন্সি, সিঙ্গাপুর
সহ–প্রতিষ্ঠাতা, চাটনিঅ্যাডস
উপস্থাপক
তাজনীন খান আহসান