কাজে আসছে না অর্ধশত কোটি টাকা খরচ করে বানানো বিলাসবহুল এক রেলস্টেশন। মাসে ব্যয় ৫ লাখ হলেও আয় মাত্র কয়েক হাজার টাকা। বিপুল যাত্রী চাহিদা থাকলেও সারা দিনে ট্রেন থামে মাত্র একটি, সেটিও লোকাল ট্রেন। এ চিত্র গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্ক রেলস্টেশনের। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে...