<p>মাত্র তিন বছর আগে এখানে কোনো বন ছিল না। কিন্তু এখন যে বন, তা দেখতে প্রায় শতবর্ষের মনে হয়। চট্টগ্রামের এই বিরল বনকে বলা হয়, দেশের প্রথম ‘মিয়াওয়াকি ফরেস্ট’। তিন বছরেই কীভাবে এমন আকার নিল এ বনটি। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে-</p>