ওয়ানগালা

নতুন ফসল উৎসর্গ করতে যেভাবে হয় এই আয়োজন

মৌলভীবাজারের ফুলছড়া গারো লাইন মাঠে নৃত্য ও গানের মহড়ায় ব্যস্ত সবাই। কারণ, গারো সম্প্রদায়ের ওয়ানগালা বা নবান্ন উৎসব। কীভাবে উদ্‌যাপন করা হয় এ উৎসব? কেমন ছিল গারোদের এবারের ওয়ানগালা উৎসব? বিস্তারির দেখুন ভিডিও প্রতিবেদনে—