৮০ পদের শাক নিয়ে শাক পিতারি উৎসব

শুনতে অদ্ভুত লাগলেও শাক নিয়ে উৎসবের আয়োজন করা হয়েছিল ঠাকুরগাঁওয়ের একটি গ্রামে, যেখানে বুনো শাক তুলে রান্না করে নিয়ে আসেন গ্রামের নারীরা। সবাই মিলে একসঙ্গে বসে গরম ভাত দিয়ে খান সেসব শাক। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...