ঘন কুয়াশা ও তীব্র শীতে শর্ষে ও মধু উৎপাদন ব্যাহত, ক্ষতির মুখে কৃষকেরা

ঘন কুয়াশা ও তীব্র শীতে মারা যাচ্ছে মৌমাছি। এ কারণে শর্ষের পরাগায়নও থমকে গেছে। মধু সংগ্রহের বদলে মৌচাষিরা পড়েছেন ক্ষতিতে। শর্ষের ফুল ঝরে যাওয়ার পাশাপাশি খেতে ছত্রাকের আক্রমণে শঙ্কিত মানিকগঞ্জের কৃষকেরা। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে।