আমাদের বিশ্বাস—যাঁরা এখন শিখছে, তাঁরা পরবর্তী প্রজন্মকে শেখাবে : আরলিন করিম | কঠিন কিছুই না–১০

ছোটবেলার ‘স্বর্গ’ বলে জানতেন নিজের দাদুবাড়িকে। কিন্তু নদীভাঙনে তলিয়ে যায় সেই স্বর্গ। তাও মাত্র তিন দিনে বাড়ি, ধানক্ষেত, জমি—সব কেড়ে নেয় আগ্রাসী নদী। মুহূর্তেই যেন তিনি শেকড় থেকে ছিটকে গেলেন। বাড়ি-জমির সঙ্গে নদীর বুকে হারিয়ে গেল তাঁর পরিচয়ও!

আরলিন করিমের সংগ্রাম, উদ্যোগ ও সফলতার গল্প জানতে দেখুন ভিডিওটি…

#বিজ্ঞাপন_বার্তা