সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৩২ জনের মধ্যে তিনজনই শিশু

মতিঝিল থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩২ জনের মধ্যে তিনজনকে শিশু হিসেবে গণ্য করেছেন আদালত। ২২ অক্টোবর সন্ধ্যার সময় তাঁদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আসামিপক্ষের আইনজীবীরা, যে তিনজনের বয়স ১৮–এর নিচে, তাদের জন্মসনদ আদালতে দাখিল করেন। আদালত এই তিনজনের বিষয়ে শুনানির জন্য শিশু আদালতে পাঠানোর আদেশ দেন।