‘জানি, ওনার সঙ্গে দেখা হবে না, তা–ও মনের সান্ত্বনার জন্য ঘুরে গেলাম’

টানা ১৪ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ দেশজুড়ে। শনিবার, ৬ ডিসেম্বর তাঁকে একনজর দেখার প্রত্যাশায় এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতা–কর্মী ও সাধারণ সমর্থকেরা। তাঁদের আবেগ, উৎকণ্ঠা ও প্রত্যাশা নিয়ে বিস্তারিত দেখুন এই ভিডিও প্রতিবেদনে।