আওয়ামী লীগ সরকারের সময়ের অনিয়ম থেকে বর্তমান অন্তর্বর্তী সরকার বের হয়নি: আনু মুহাম্মদ

‘জনগণের শান্তি-স্বস্তি-নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকারের ইশতেহার’ শীর্ষক সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক অধিকার কমিটির পক্ষ থেকে ২৫ দফা সুপারিশসংবলিত একটি ইশতেহার তুলে ধরা হয়েছে। বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আনু মুহাম্মদ দায়মুক্তি থেকে শুরু করে বর্তমানের নানা সংকট নিয়ে কথা বলেন।