ঢাকার সাতটি সরকারি কলেজ একীভূত করে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে অধ্যাদেশ জারির দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল থেকে রাজধানীর শিক্ষা ভবনসংলগ্ন রাস্তায় অবস্থান নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এদিকে শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে সচিবালয় অভিমুখে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। এ কারণে ওই পথ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।