মেট্রোরেল না মনোরেল, ঢাকার দরকার কোনটি?

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ঢাকার গণপরিবহন-ব্যবস্থায় যুক্ত হয়েছিল মেট্রোরেল। বিএনপি ক্ষমতায় গেলে এর পাশাপাশি মনোরেল চালুর কথা বলেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু মেট্রোরেল না মনোরেল, ঢাকার জন্য কোনটিতে লাভ, কোনটিতে ক্ষতি?