<p>অভাবের সংসার, বাবা চালাতেন ভ্যান, মারা যাওয়ার পর পরিবারের অভাব ঘোচাতে রিকশা চালাতে শুরু করেন মোস্তফা কামাল। রিকশা চালিয়ে এত অভাবের মধ্যেও চালিয়ে যাচ্ছেন নিজের পড়ালেখা, সঙ্গে চালিয়ে নিচ্ছেন স্ত্রীর পড়ালেখাও। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে </p>