খানজাহানের সমাধি ও ষাট গম্বুজের বাগেরহাট, বিশ্ব ঐতিহ্যের অংশ যে শহর

১৯৮৩ সালে ইউনেসকো সাংস্কৃতিক বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় ‘মসজিদের শহর বাগেরহাট’কে। ১৫শ শতকে রাস্তা, দিঘি, মসজিদসহ বিভিন্ন স্থাপনা সজ্জিত এই শহর গড়ে তোলেন খানজাহান আলী। ৬০০ বছরের বেশি সময় পরেও টিকে আছে সেসব স্থাপনা। চাইলে ঘুরে আসতে পারেন রাজা প্রতাপাদিত্যের সময়ে নির্মিত কোদলা মঠও। বাগেরহাট ভ্রমণে কী কী দেখবেন? কীভাবে যাবেন? কোথায় থাকবেন বিস্তারিত দেখুন প্রতিবেদনে