সিরাজগঞ্জের শাহজাদপুরের যমজ দুই বোন আভা ও আফিয়ার জন্ম থেকেই দৃষ্টিশক্তির সমস্যা। রাস্তায় চলতে হয় অন্যের সাহায্য নিয়ে, ভালো করে দেখতে পায় না কাছের জিনিসও। তবু এই সীমাবদ্ধতাকে জয় করে কীভাবে পড়াশোনা চালিয়ে গেল, এবার এসএসসিতে তারা দুই বোনই পেয়েছে জিপিএ–৫। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে–