দুই পরিবার দাবি করছে রাইসাকে, অপেক্ষায় শুধু ডিএনএ পরীক্ষার ফল

বিমান বিধ্বস্তের ঘটনায় রাইসাকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। হাসপাতালের মর্গে গিয়ে খোঁজ করলে, মরদেহ দেখে রাইসার মা–বাবার ধারণা, এটাই তাঁদের সন্তান। তবে একই দাবি অন্য একটি পরিবারের। সন্তানের লাশ পেতে ডিএনএ পরীক্ষার ফলের অপেক্ষায় এ পরিবার। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে...