শালবনে বাচ্চাদের সঙ্গে মা বানরের দুষ্টুমির দৃশ্য

গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে দেখা মেলে কয়েকটি মা বানরকে। বাচ্চাদের নিয়ে স্বতঃস্ফূর্ত দৌড়াদৌড়ি ভাওয়ালের গাছে গাছে। এরা দেশের সবচেয়ে প্রচলিত রেসাস ম্যাকাক প্রজাতির বানর। এই দলে ছিল বেশ কয়েকটি সদ্য মা ও তাদের বাচ্চারা। আরও দেখুন ভিডিওতে