ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার সংস্কার, মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ তৈরি ও সিন্ডিকেট প্রথা বাতিলের দাবিতে কারওয়ান বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করছেন মোবাইল ফোন ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। ৩০ নভেম্বর সকাল থেকে তাঁরা সার্ক ফোয়ারায় অবস্থান নেন। এ সময় তাঁরা বলেন, ভ্যাট দিয়ে তাঁরা ব্যবসা করতে চান। তবে ভ্যাটের পরিমাণ কমিয়ে বৈধভাবে ব্যবসা করার সুযোগ দিতে সরকারের কাছে দাবি জানান। এ সময় কারওয়ান বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।