চোখে নীল রঙের আইশ্যাডো। হেয়ারস্টাইলের কায়দাও বেশ নাটকীয়তার ছোঁয়া৷ সেই সঙ্গে ক্রিস্টালের হেয়ারব্যান্ড৷ অফ শোল্ডার গাউন। তাতে নানা রঙের আঁকিবুকি। কানেও ছিল মানানসই দুল৷ ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় ঠিক এই রূপেই ধরা দিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।