ব্রিটেনে ৮০তম সুন্দরী প্রতিযোগিতায় মুকুট কার মাথায়?

চলতি বছর গ্রেট ব্রিটেনে সুন্দরী প্রতিযোগিতায় মুকুট জিতলেন কার্স্টি হাইজমেন। বিরল অসুখে আক্রান্ত ৩৪ বছর বয়সী হাইজমেনের লাঠি হাতে হাল না ছাড়ার গল্প হৃদয় ছুঁয়েছে গোটা ব্রিটেনের মানুষের। তাঁর সেই ঘুরে দাঁড়ানোর গল্প ভিডিও প্রতিবেদনে….