প্লেটের ক্যানভাসে খাবার উপস্থাপনার জাদুই হলো ‘আর্ট অব প্লেটিং’। নতুন প্রজন্মের প্লেটিং–শিল্পীদের অনুপ্রাণিত করতে দেশের প্রথম প্লেটিং রিয়েলিটি শো ‘আকিজ টেবিলওয়্যার আর্ট অব প্লেটিং সিজন–২’। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান ও ‘প্লেটিং আইকন’ খেতাব অর্জনকারী ঢাকার ইফ্ফাত জেরীন সরকারের কাছে শুনুন তাঁর অভিজ্ঞতা, আবেগ ও অর্জনের গল্প।
বিস্তারিত ভিডিওতে...