কোকোগাছের ফল ছাড়া ল্যাবে তৈরি সুইস চকলেট, স্বাদ একই রকম

সুইজারল্যান্ডে ল্যাবে কোকো কোষ থেকে তৈরি করা হচ্ছে কোকো পাউডার, যা দিয়ে বানানো হচ্ছে চকলেট। সাধারণত কোকোগাছের ফল থেকেই চকলেট তৈরি হয়, কিন্তু পরিবেশগত ও মানবসৃষ্ট কারণে উৎপাদন কমছে। ল্যাবে তৈরি চকলেট স্বাদে মূল চকলেটের সমান। তবে প্রশ্ন হচ্ছে, বছরে গড়ে ৯ কেজি চকলেট খাওয়া সুইজারল্যান্ডের মানুষেরা কি এটি গ্রহণ করবে? বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...