২০ বছর ধরে যে দুর্গ তৈরি করছেন ৬০০ জন, আছেন ৪০ কারুশিল্পী

ফ্রান্সের গুয়েদেঁলোঁ কোনো পুরোনো দুর্গ নয়। এটি ত্রয়োদশ শতাব্দীর দুর্গের আদলে নতুন করে তৈরি হচ্ছে আধুনিক যুগে। এই প্রকল্পের মূল লক্ষ্য সেই সময়ের উপকরণ, সরঞ্জাম ও কৌশল ব্যবহার করে মধ্যযুগীয় দুর্গ তৈরি করা। ২০ বছরের বেশি সময় ধরে ফ্রান্সের কারুশিল্পী আর ইতিহাসবিদেরা মিলে তৈরি করছেন এটি। কিন্তু দুর্গটি বানাতে এত সময় লাগছে কেন? চলুন জেনে নিই পুরো গল্পটি—