কী আছে ৩০ হাজার টন বরফের হোটেলে?

সুইডেনের ল্যাপল্যান্ড প্রদেশের ছোট্ট গ্রাম ইয়ুক্কাসার্ভিতে আছে এক বরফের হোটেল। তাজা বরফ আর তুষার দিয়ে হোটেলটি প্রতিবছরই নতুন করে বানাতে হয়। এ ধরনের হোটেলগুলোর মধ্যে এটি সবচেয়ে পুরোনো। তুষারময় একটি রাত কাটাতে সেই ১৯৮৯ সাল থেকে এখানে আসছেন পর্যটকেরা।