১১ বছর ধরে বার্লিনের দুস্থদের সহায় মুসলিম আয়দিন

বার্লিনের রাস্তায় ঘুরে ঘুরে রুটি বিলি করেন মুসলিম আয়দিন। প্রতিদিন বেকারির বিক্রি না হওয়া রুটিগুলো সংগ্রহ করে বিলিয়ে দেন দুস্থদের। তাঁদের কাছে তিনি ‘রুটি দাদু’। কিন্তু কীভাবে ‘রুটি দাদু’ হয়ে উঠলেন তিনি? বিস্তারিত ভিডিও প্রতিবেদনে