জার্মানির হার্জ পর্বতমালার একটি বিখ্যাত ও কিংবদন্তি স্থান হলো হেক্সেন্টানজপ্লাজ্ট। জার্মান ভাষায় এই শব্দের অর্থ ডাইনিদের নাচের জায়গা। বছরে একবার এই চত্বরে ওয়ালপুরগিস নাইট উদ্যাপন করতে ডাইনিরা জড়ো হয়। তখন জার্মানির নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা এই উৎসবে অংশ নিতে আসেন। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—