প্রথম আলো আয়োজিত ‘বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি’ শীর্ষক গোলটেবিল বৈঠক সম্প্রতি অনুষ্ঠিত হয় ঢাকার প্রথম আলো কার্যালয়ে। আয়োজনটির সহযোগিতায় ছিল জিপিএইচ ইস্পাত। এতে ভূমিকম্প মোকাবিলায় প্রযোজনীয় পরিকল্পনার গ্রহণের ব্যাপারে জোর দেন সেন্টার ফর হাউসিং অ্যান্ড বিল্ডিং রিসার্চের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবু সাদেক।