মেইসেস নিবেদিত ‘জাপানে উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা’

দেশের অনেক শিক্ষার্থী পড়ালেখা বা গবেষণার জন্য বেছে নেন সূর্যোদয়ের দেশ জাপানকে। উচ্চশিক্ষার জন্য দেশটি কতটা উপযোগী? এসব বিষয় নিয়ে প্রথম আলো ডটকমের আয়োজন : জাপানে উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা।

অতিথি

রুহাম মনজুর

ম্যানেজিং পার্টনার ও চিফ কাউন্সিলর, মেইসেস

উপস্থাপনা

রুহাণী সালসাবিল