Thank you for trying Sticky AMP!!

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন

করোনার ভয়, নিউজিল্যান্ডের নির্বাচন পেছাল

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন দেশের সাধারণ নির্বাচন এক মাসের জন্য পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বিবিসির।

আগামী ১৯ সেপ্টেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল। এখন নতুন তারিখ ঠিক হয়েছে আগামী ১৭ অক্টোবর। আজ সোমবার এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী আরডার্ন।

গত বুধবার দেশটির সবচেয়ে বড় শহরে অকল্যান্ডে লকডাউন ঘোষণা করা হয়।

আরডার্ন বলেন, ‘এ সিদ্ধান্ত সব রাজনৈতিক দলকে আগামী নয় সপ্তাহ ধরে প্রচারের সুযোগ দেবে। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইলেক্টোরাল কমিশন যথেষ্ট সময় পাবে। তিনি এ কথাও বলেন, নির্বাচন পিছিয়ে দেওয়ার পেছনে তাঁর ‘একেবারেই ভিন্ন কোনো উদ্দেশ্য’ নেই।

আজ নতুন করে নয়জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে অকল্যান্ডে আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮।

জনস হপকিনস ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুযায়ী, এযাবৎ নিউজিল্যান্ডে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ১ হাজার ৬০০–র বেশি। করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে প্রাণ হারিয়েছে ২২ জন। গত মার্চ মাসে দেশটিতে লকডাউন শুরু হয়। দেশটিতে সংক্রমণ রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। আর এর সুফলও পায় দেশটি। সাম্প্রতিক এই সংক্রমণের আগে তিন মাস ধরে স্থানীয় কোনো সংক্রমণ ছিল না।