কয়েন জমিয়ে শখের বাইক

জমানো মুদ্রা দিয়ে কেনা মোটরসাইকেলের সামনে ভি ভূপাথি।
ছবি: সংগৃহীত

শখের মোটরসাইকেল কিনতে শোরুমে গিয়েছিলেন ভারতের তামিলনাড়ুর এক যুবক। মোটরসাইকেলের দাম ২ লাখ ৬০ হাজার রুপির পুরোটাই ১ রুপির মুদ্রা দিয়ে পরিশোধ করেছেন ওই যুবক। জানান, শখের মোটরসাইকেল কেনার জন্য টানা তিন বছর ধরে এসব মুদ্রা জমিয়েছেন তিনি।

ঘটনাটি গত শনিবারের। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি গতকাল মঙ্গলবার বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ওই যুবকের নাম ভি ভূপাথি। বয়স ২৯ বছর। বাড়ি তামিলনাড়ু রাজ্যের সালেম এলাকায়। গত শনিবার তিনি বাড়ির পাশের একটি শোরুমে মোটরসাইকেল কিনতে যান। সঙ্গে নিয়ে যান ২ লাখ ৬০ হাজার ১ রুপির মুদ্রা। এ জন্য তাঁকে রীতিমতো গাড়ি ভাড়া করতে হয়েছিল।

মোটরসাইকেল কেনার পর যখন মূল্য পরিশোধের পালা আসে, তখন ওই শোরুমের বিক্রয়কর্মীদের চোখ কপালে ওঠে। যেহেতু সচল মুদ্রা নিতে যে কেউ বাধ্য, তাই তাঁরা আর মানা করতে পারেননি। ওই শোরুমের পাঁচজন কর্মী ও ভি ভূপাথির চারজন বন্ধু মিলে এসব মুদ্রা গুনতে বসেন। টানা ১০ ঘণ্টায় তাঁরা ২ লাখ ৬০ হাজারটি মুদ্রা গুনে শেষ করেন। এরপর বন্ধুদের সঙ্গে শখের মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরেন ভি ভূপাথি।