Thank you for trying Sticky AMP!!

নিউজিল্যান্ডের ভয়ংকর এক দুপুর

>

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নুর মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে মসজিদে নামাজ শুরুর ১০ মিনিটের মধ্যে একজন বন্দুকধারী সিজদায় থাকা মুসল্লিদের ওপর গুলি ছোড়ে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বন্দুক হামলার পর মসজিদ থেকে লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকে। মসজিদের ভেতর কয়েকজনের প্রাণহানি ঘটেছে। পুলিশ এখনো হতাহত ব্যক্তির সংখ্যা নিশ্চিত করেনি। এ ঘটনাকে ‘গুরুতর ঘটনা’ উল্লেখ করে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শহরের হাসপাতাল ও সব স্কুলে যে যেভাবে আছে, সেভাবেই ভেতরে থাকতে নির্দেশে দেওয়া হয়েছে। বাসিন্দাদের বাসা থেকে বের না হতে নির্দেশ দিয়েছে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থল থেকে লোকজনকে দূরে থাকতে বলা হয়েছে।

ঘটনার পর পুরো এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ ছবি: রয়টার্স
ঘটনাস্থলে পড়ে রয়েছে জুতো, রক্তমাখা ব্যান্ডেজ। ছবি: রয়টার্স
আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: রয়টার্স
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শহরের হাসপাতাল ও সব স্কুলে যে যেভাবে আছে, সেভাবেই ভেতরে থাকতে নির্দেশে দেওয়া হয়েছে। বাসিন্দাদের বাসা থেকে বের না হতে নির্দেশ দিয়েছে পুলিশ। ছবি: রয়টার্স
উদ্বিগ্ন স্বজনেরা। ছবি: রয়টার্স
ঘটনাস্থলে রয়েছে পুলিশ। ছবি: রয়টার্স
ঘটনাস্থলে থাকা একটি গাড়ি। ছবি: রয়টার্স
উদ্বিগ্ন স্বজন, বসে পড়েছেন ফুটপাতেই। ছবি: রয়টার্স
ঘটনাস্থলে পড়ে রয়েছে একটি দেহ। ছবি: রয়টার্স