Thank you for trying Sticky AMP!!

নেকড়ে চাঁদের ছবি

>বাংলাদেশের আকাশে আজ সোমবার দেখা দিয়েছিল রক্তিম ‘নেকড়ে চাঁদ’। নেকড়ে চাঁদ আসলে চন্দ্রগ্রহণ। আমেরিকার আদি বাসিন্দাদের কাছে বছরের প্রথম সুপারমুনটি ‘নেকড়ে চাঁদ’ নামে পরিচিত ছিল। দিনের বেলা হওয়ায় বাংলাদেশ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যায়নি। ২০২১ সালে আবার এই চন্দ্রগ্রহণ হবে। সোমবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাল ‘নেকড়ে চাঁদ’টি ক্যামেরাবন্দী করেছেন রয়টার্সের আলোকচিত্রীরা।
ফ্রান্সের পাহাড়ি এলাকা থেকে দেখা লাল ‘নেকড়ে চাঁদ’। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে এমন দৃশ্যই দেখা গেছে। চাঁদের সঙ্গে মিলেছে আলোকসজ্জা। ছবি: রয়টার্স
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের একটি ভাস্কর্যের শীর্ষে লাল ‘নেকড়ে চাঁদ’। ছবি: রয়টার্স
পূর্ণ লাল ‘নেকড়ে চাঁদ’। খুব কম সময়ই চাঁদের এমন রূপ দৃশ্যমান হয়। ছবি: রয়টার্স
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে দেখা চন্দ্রগ্রহণের আগের পূর্ণ ‘নেকড়ে চাঁদ’। পাশেই ট্রাফিক বাতি। ছবি: রয়টার্স
চন্দ্রগ্রহণের একটি মুহূর্ত। জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে। ছবি: রয়টার্স