Thank you for trying Sticky AMP!!

ভারতের প্রতিরক্ষাপ্রধানকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

বিপিন রাওয়াত

ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ভারতের তামিলনাড়ুতে আজ বুধবার এ ঘটনা ঘটে। এই হেলিকপ্টারে তিনি ছাড়াও আরও ১৩ জন ছিলেন। ভারতের বিমানবাহিনী এসব তথ্য নিশ্চিত করেছে।

দেশটির গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটির পাঁচ আরোহী মারা গেছেন। তবে কে কে মারা গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গুরুতর আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিপিন রাওয়াতের স্ত্রীও এই হেলিকপ্টারে ছিলেন। তাঁরা দিল্লি থেকে সুলুরে যাচ্ছিলেন। বিমানবাহিনীর পক্ষ থেকে এক টুইটবার্তায় উল্লেখ করা হয়েছে, আজ সকালে তাঁরা তামিলনাড়ু যাচ্ছিলেন। আইএএফ এমআই-১৭ভি৫ হেলিকপ্টারে করে তাঁরা যাচ্ছিলেন। এ ঘটনায় তদন্ত চলছে।