Thank you for trying Sticky AMP!!

সাইকেল আরোহীর স্বর্গ আমস্টারডাম

>আমস্টেল নদীর বাঁধকে ঘিরে তেরো শ শতাব্দীতে জেলেদের বসতিকে ঘিরে আমস্টারডাম শহরের গোড়াপত্তন। প্রথমে ছোট ব্যবসাকেন্দ্র পরে বিশ্বজুড়ে ওলন্দাজ উপনিবেশবাদী শোষণ এবং ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ডাচ ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির বিশ্বজুড়ে ব্যবসা শহরটির জৌলুশ বাড়িয়ে দেয়। সতেরো শ শতাব্দী থেকেই আমস্টারডাম ইউরোপের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে সুপরিচিত। সেই সতেরো শ শতাব্দী থেকেই অর্থনীতি ও ধর্মীয় সহনশীলতার জন্য স্পেন, পর্তুগালের ইহুদিরা, ফ্রান্সের হুগিনট সম্প্রদায়, মরোক্কো ও অনান্য দেশ থেকে অভিবাসীরা এসে বসতি স্থাপন করেন। শিল্পচর্চার জন্য আসেন অনেক বিশ্ববরেণ্য শিল্পী। আমস্টারডাম শহরজুড়ে রাস্তা আর অগুনতি সাইকেলচালক, অসংখ্য খাল, মিউজিয়াম আর প্রাচীন দৃষ্টিনন্দন ভবনগুলো শহরটির ইতিহাসকে সংরক্ষণ করে রেখেছে। নেদারল্যান্ডসের রাজধানী পাঁচ শ বছরের প্রাচীন আমস্টারডাম শহর এখনো কিংবদন্তি।
আমস্টারডামের কেন্দ্রীয় রেলস্টেশন।
খালের পাড়ে পুরোনো স্থাপত্যের সারি সারি এমন অনেক বাড়ি আছে শহরজুড়ে।
খাল পারাপারের জন্য রয়েছে অসংখ্য সেতু।
আমস্টারডাম শহরের রাস্তায় চলেছে মডেলের ছবি তোলা।
এটি ড্যাম স্কয়ার। বর্তমানের রয়েল প্রাসাদ।
নেদারল্যান্ডসের বিশ্বখ্যাত শিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের শিল্পসামগ্রীর মিউজিয়াম।
আমস্টারডাম শহরের খালজুড়ে অসংখ্য জলযান।
সাইকেলচালকদের জন্য স্বর্গের শহর আমস্টারডাম।
আমস্টারডামের খালের ওপর এসব সেতুতে অনেকেই আড্ডা দেন।
নানা রঙের পুরোনো স্থাপত্যের বাড়ি রয়েছে শহরজুড়ে।