বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৯ ফেব্রুয়ারি। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

টোকিও স্কাইট্রি—জাপানের রাজধানী টোকিওর সুউচ্চ একটি স্থাপনা। ভবনটির উচ্চতা ৬৩৪ মিটার বা প্রায় ২ হাজার ৮০ ফুট। প্রায় চার বছর লেগেছিল ভবনটি নির্মাণে। ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি এটির নির্মাণকাজ শেষ হয়। ওই সময় বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ধরা হতো এটিকে।
হ্যাটি ম্যাকড্যানিয়েল একজন কৃষ্ণাঙ্গ অভিনেত্রী। ‘গন ইউথ দ্য উইন্ড’ চলচ্চিত্রে অসামান্য অভিনয় দক্ষতার কারণে ১৯৪০ সালের ২৯ ফেব্রুয়ারি অস্কার জিতে নেন তিনি। সেরা পার্শ্ব অভিনেত্রীর বিভাগে অস্কার জিতেছিলেন তিনি। এর মধ্য দিয়ে ইতিহাস গড়েছিলেন ম্যাকড্যানিয়েল। কেননা অস্কারজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেত্রী তিনি।
বসনিয়া অ্যান্ড হারজেগোভিনার রাজধানী সারায়েভোতে চলছিল তুমুল লড়াই। বছর চারেক শহরটি অবরোধ করে রাখা হয়েছিল। অবশেষে ১৯৯৬ সালের আজকের দিনে তুলে নেওয়া হয় অবরোধ। টানা অবরোধ ও সংঘাতে সারায়েভোয় প্রায় ১৩ হাজার মানুষের প্রাণ যায়।
লকহেড এসআর-৭১ ব্ল্যাকবার্ড—দ্রুতগতির নজরদারি উড়োজাহাজের একটি মডেলের নাম। ৭০ হাজার ফুট উচ্চতায় এই উড়োজাহাজের প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৩ হাজার ২০০ কিলোমিটারের বেশি গতি তোলার রেকর্ড রয়েছে। ১৯৬৪ সালের ২৯ ফেব্রুয়ারি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বি জনসন প্রথমবারের মতো এ উড়োজাহাজের কথা প্রকাশ্যে জানান।