আলোচিত স্বৈরশাসকদের শেষ পরিণতি

বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে স্বৈরশাসকেরা ক্ষমতায় ছিলেন। তাঁরা অত্যন্ত দাপটের সঙ্গে দেশ শাসন করেছিলেন। অনেকে বিরোধীদের ওপর দমন–পীড়ন চালিয়েছেন। এসব দাপুটে নেতাদের কারও কারও জীবনের শেষ সময়টা ছিল ভয়ংকর। তাঁরা ক্ষুব্ধ জনগণ বা প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন। আবার কারও কারও স্বাভাবিক মৃত্যু হয়েছে। কাউকে নিজ দেশেই করুণ পরিণতি বরণ করতে হয়েছে। আবার কেউ কেউ জীবনের শেষ দিনগুলো বিদেশে নির্বাসনে থেকেছেন।