
রাষ্ট্রের ক্ষতিসাধনের দায়ে চীনের স্বনামধন্য মানবাধিকার আইনজীবী ওয়াং কুয়ানঝাংকে আজ সোমবার সাড়ে চার বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ৪২ বছর বয়সী ওয়াং বিরোধী রাজনৈতিক নেতা ও সরকারি আদেশে সম্পত্তি হারানো মানুষের হয়ে আইনি লড়াই চালাতেন। এ ছাড়া তিনি নিষিদ্ধ আধ্যাত্মিক গোষ্ঠী ফালুন গংয়ের অনুসারী।
২০১৫ সালে ব্যাপক ধরপাকড়ের সময় গ্রেপ্তার আইনজীবী ও মানবাধিকারকর্মীদের মধ্যে ওয়াংও ছিলেন। সাম্প্রতিক বছরগুলোয় চীন সরকার মানবাধিকারবিষয়ক আইনজীবীদের প্রতি বেশ চড়াও।
তিয়ানজিনের আদালত রায়ে বলেন, ওয়াংয়ের বিরুদ্ধে রাষ্ট্রের ক্ষতিসাধনের অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে তাঁকে চার বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হলো। তাঁর রাজনৈতিক অধিকার পাঁচ বছরের জন্য রহিত করা হয়েছে।
রুদ্ধদ্বার কক্ষে এই বিচার হয়েছে। এখানে কোনো সাংবাদিকের প্রবেশাধিকার ছিল না। এ ছাড়া বিদেশি কূটনীতিকদের আদালতে ঢুকতে দেওয়া হয়নি।
বিবিসির সাংবাদিক সুডওয়ার্থ বেইজিং থেকে বলেন, এই রায়ের মাধ্যমে কর্তৃপক্ষ বিরোধীদের কাছে একটি বার্তা দিল। যাঁরা ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ক্ষমতাকে চ্যালেঞ্জ করবেন, তাঁদের এমন পরিণতিই বরণ করতে হবে।