Thank you for trying Sticky AMP!!

থাইল্যান্ডে এক মন্ত্রীর করোনা শনাক্ত, ১০ জন আইসোলেশনে

থাইল্যান্ডে আবার করোনার সংক্রমণ বেড়েছে

থাইল্যান্ডে এক মন্ত্রী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ ছাড়া ১০ মন্ত্রী ও বেশ কয়েকজন আইনপ্রণেতা আইসোলেশনে আছেন। দেশটির রাজধানী ব্যাংককে করোনাভাইরাসের সংক্রমণ আবার বেড়ে গেছে। খবর রয়টার্স।

থাই পরিবহনমন্ত্রী সাকসিয়াম চিডকব আজ বুধবার স্থানীয় টিভি চ্যানেলকে জানান, তিনি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তাঁর দল ভূমজাইথাই জানায়, করোনায় সংক্রমিত ব্যক্তিদের সংস্পর্শে এসেছেন আরও কয়েকজন মন্ত্রী, আইনপ্রণেতা ও জোটভুক্ত রাজনৈতিক দলের নেতারা।

থাইল্যান্ডে বুধবার নতুন করে ৩৩৪ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তবে কেউ মারা যাননি। এ পর্যন্ত থাইল্যান্ডে ৩০ হাজারের কাছাকাছি সংক্রমিত হয়েছেন এবং মোট মারা গেছেন ৯৫ জন।