Thank you for trying Sticky AMP!!

পবিত্র হজে স্পর্শ করা যাবে না কাবা

চলতি বছর পবিত্র হজে সৌদি আরবের বাইরের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রয়টার্স ফাইল ছবি

করোনা সংক্রমণ এড়াতে চলতি বছর পবিত্র হজে সৌদি আরবের বাইরের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বেশ আগেই। এবার দেশের যাঁরা হজে অংশ নেবেন, তাঁদের ক্ষেত্রের বেশ কিছু নিষেধাজ্ঞা দেওয়া হলো। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি গতকাল সোমবার জানিয়েছে, হজ পালনের সময় কাবা স্পর্শ করতে পারবেন না হাজিরা।
এ ছাড়া সব ধরনের সমাবেশ ও সভা নিষিদ্ধ করা হয়েছে।


কাবা শরিফ তাওয়াফের সময়ও দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে। মাস্ক পরা বাধ্যতামূলক।
সীমিতসংখ্যক হাজি মিনা, মুজদালিফা ও আরাফাতে যাওয়ার অনুমতি পাবেন।


১৯ জুলাই থেকে শুরু হয়ে ২ আগস্ট পর্যন্ত চলবে এবারের হজ।