Thank you for trying Sticky AMP!!

মালয়েশিয়া ভুয়া খবর আইন পর্যালোচনা করবে, কিন্তু বাতিল করবে না

মাহাথির মোহাম্মদ

ভোটে জিতেই নিজের অবস্থান থেকে সরে এলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। বলছেন, গণমাধ্যমের স্বাধীনতা ও বাক্‌স্বাধীনতার একটা ‘সীমা’ থাকা উচিত। নির্বাচনী প্রচারের সময়ে মাহাথির ওয়াদা করেছিলেন, ক্ষমতায় এলে তিনি আগের সরকারের করা বিতর্কিত ভুয়া খবরবিরোধী আইনটি বাতিল করবেন। আর এখন এ আইনের নতুন সংজ্ঞা দেওয়ার কথা বলছেন। খবর বিবিসির। 

গত সপ্তাহের নির্বাচনের ঠিক আগে প্রবর্তিত এ আইন বাক্‌স্বাধীনতা খর্বকারী বলে সমালোচিত হয়।
সে সময় মাহাথিরও আইনটির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন।