
জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচনে বড় হোঁচট খেল ক্ষমতাসীন জোট। গতকাল রোববার অনুষ্ঠিত এই নির্বাচনের মধ্য দিয়ে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তারা। তবে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানিয়েছেন, পদত্যাগের কোনো পরিকল্পনা নেই তাঁর। দেশের নেতৃত্ব থাকবে তাঁরই হাতে।
এর আগে গত বছর নিম্নকক্ষের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারায় ক্ষমতাসীন জোট। এবার উচ্চকক্ষে পরাজয়ের ফলে তাদের প্রভাব আরও কমল। এমন সময় জোটটি এই ধাক্কা খেল, যখন দ্রব্যমূল্য বৃদ্ধি ও যুক্তরাষ্ট্রের শুল্কের হুমকির কারণে জোটের দুই দল—লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও কোমেইতোর ওপর অসন্তোষ ক্রমেই বাড়ছে।
নির্বাচনে উচ্চকক্ষের ২৪৮টি আসনের মধ্যে ক্ষমতাসীন জোট পেয়েছে ৪৭টি। সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে তাদের অন্তত ৫০ আসন প্রয়োজন ছিল। প্রধান বিরোধী দল কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি ২২ আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। রোববার উচ্চকক্ষের অর্ধেক আসনে নির্বাচন হয়েছে। এই কক্ষের সদস্যরা ছয় বছরের জন্য নির্বাচিত হন।
১৯৫৫ সাল থেকে প্রায় একচ্ছত্রভাবে জাপান শাসন করে আসছে ইশিবার দল এলডিপি। তবে দলটি থেকে নির্বাচিত সবশেষ তিনজন প্রধানমন্ত্রী উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানোর দুই মাসের মধ্যে পদত্যাগ করেছিলেন। রোববার ভোট গ্রহণ শেষে শিগেরু ইশিবা বলেছিলেন, তিনি ‘ফল’ মেনে নিয়েছেন। তবে তাঁর নজর এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার ওপর।