Thank you for trying Sticky AMP!!

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

শুরুতে উপকূলীয় শহর কুশিরো ও নেমুরো কেঁপে উঠলেও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

জাপানে ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় গতকাল শনিবার রাতে দেশটির উত্তরাঞ্চলীয় হোক্কাইদো এলাকায় রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ও জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, এ ভূমিকম্পের ঘটনায় এখনো কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি; কোনো সুনামি সতর্কতাও দেওয়া হয়নি।

Also Read: তুরস্ক–সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল

গতকাল রাত ১০টা ২৭ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তিস্থলে ভূমিকম্পের গভীরতা ছিল ৪৩ কিলোমিটার। শুরুতে উপকূলীয় শহর কুশিরো ও নেমুরো কেঁপে উঠলেও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

দেশটির গণমাধ্যম এনএইচকেতে দেওয়া এক সাক্ষাৎকারে এক সপ্তাহ আগেই একজন বিশেষজ্ঞ জাপানের বাসিন্দাদের ভূমিকম্পের বিষয়ে সতর্ক থাকতে বলেছিলেন।

শক্তিশালী ভূমিকম্প সহ্য করতে পারে, তা নিশ্চিত করতে জাপানে কঠোর ভবন নির্মাণ বিধি রয়েছে। এ ছাড়া দেশটিতে নিয়মিত জরুরি মহড়াও অনুষ্ঠিত হয়।

Also Read: তাজিকিস্তানে ৬.৮ মাত্রার ভূমিকম্পের আঘাত

এর আগে গত বৃহস্পতিবার রাতে ইন্দোনেশিয়ার হালমাহেরা দ্বীপের উত্তরাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তাজিকিস্তানের পূর্বাঞ্চলে একই দিনে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তাজিকিস্তানের স্থানীয় সময় ভোর ৫টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। উৎপত্তিস্থলে ভূমিকম্পের গভীরতা ছিল ২০ দশমিক ৫ কিলোমিটার। এর আগে ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত মৃত মানুষের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে।

Also Read: ৬.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া