Thank you for trying Sticky AMP!!

গোতাবায়াকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না: সিঙ্গাপুর

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান বলেছেন, তাঁর দেশে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষকে কোনো ধরনের বিশেষ সুবিধা, নিরাপত্তা বা আতিথ্য দিচ্ছে না। সিঙ্গাপুরে গতকাল সোমবার পার্লামেন্টে তিনি এসব কথা বলেন । খবর দ্য স্ট্রেট টাইমসের।

নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মুখে থাকা শ্রীলঙ্কায় ব্যাপক বিক্ষোভের মুখে গত ১৩ জুলাই দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যান গোতাবায়া। এর এক দিন পর রাজাপক্ষে মালদ্বীপ থেকে সিঙ্গাপুর চলে যান। সেখানে তাঁকে ১৪ দিন অবস্থানের অনুমতি দিয়ে ভিজিট পাস দেওয়া হয়। পরবর্তী সময়ে তাঁর পাসের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়। ১১ আগস্ট এর মেয়াদ শেষ হবে।

সিঙ্গাপুর পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাধারণত সাবেক রাষ্ট্র ও সরকারপ্রধানদের বিশেষ সুবিধা, নিরাপত্তা ও আতিথেয়তা দেয় না সিঙ্গাপুর সরকার। একইভাবে সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষকে কোনো ধরনের বিশেষ সুবিধা, নিরাপত্তা কিংবা আতিথ্য দেওয়া হচ্ছে না।’

গত ১৪ জুলাই সিঙ্গাপুরে পৌঁছানোর পরপরই শ্রীলঙ্কার পার্লামেন্ট স্পিকারের কাছে ই–মেইলে পদত্যাগপত্র পাঠান রাজাপক্ষে। ১৫ জুলাই শ্রীলঙ্কার পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়। এরপর গত ২০ জুলাই পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

গত সপ্তাহে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিঙ্গাপুরের অভিবাসন কর্তৃপক্ষ (আইসিএ) বলেছে, শ্রীলঙ্কা থেকে যাঁরা সিঙ্গাপুরে বেড়াতে কিংবা সামাজিক ভ্রমণে আসেন, তাঁদের সাধারণত সংক্ষিপ্ত সময়ের ভিজিট পাস দেওয়া হয়। এর মেয়াদ ৩০ দিন পর্যন্ত হয়।

যাঁদের অবস্থানের সময় বাড়ানোর প্রয়োজন পড়ে, তাঁরা অনলাইনে মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারেন। প্রতিটি আবেদন আলাদা করে মূল্যায়নের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়।