Thank you for trying Sticky AMP!!

‘তাঁর নাম মাসা আমিনি’ লেখা প্ল্যাকার্ড হাতে ইরানের রাস্তায় প্রতিবাদরত নারী-পুরুষ

বিক্ষোভে তিন শতাধিক নিহতের কথা স্বীকার করল ইরান

ইরানে চলমান বিক্ষোভে তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন। নীতি পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তরুণী মাসা আমিনির মৃত্যুর প্রতিবাদে এ বিক্ষোভ শুরু হয়। দুই মাসেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভে প্রথমবারের মতো নিহতদের সংখ্যা প্রকাশ করল ইরানের রেভল্যুশনারি গার্ড। খবর এএফপির।

গত ১৬ সেপ্টেম্বর নীতি পুলিশের হেফাজতে তরুণী মাসা আমিনির (২২) মৃত্যু হয়। এর প্রতিবাদে ইরানে তুমুল বিক্ষোভ-প্রতিবাদ চলছে। বিক্ষোভ রুখতে দমন-পীড়ন চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড।

Also Read: ইরানকে বর্জনের আহ্বান জানালেন খামেনির ভাগনি

ইসলামিক রেভল্যুশনারি গার্ডের ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদেহ এক ভিডিও বার্তায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা মেহের ওই ভিডিওটি প্রকাশ করেছে।

ভিডিওতে আমির আলি হাজিজাদেহ বলেছেন, ‘মেয়েটির মৃত্যুর ঘটনা দেশের প্রতিটি মানুষের ওপর প্রভাব ফেলেছে। এ বিষয়ে আমার কাছে সর্বশেষ তথ্য নেই। তবে আমি মনে করি, এ ঘটনায় আমাদের তিন শতিধিক মানুষ শহীদ ও নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দেশের অনেক মেধাবী সন্তানও ছিলেন।’ নিহতের মধ্যে বিক্ষোভকারীদের পাশাপাশি পুলিশ, সেনা সদস্য, রেভল্যুশনারি গার্ডের মিলিশিয়া সদস্য আছেন।

Also Read: ইরানের পরিস্থিতি ‘জটিল’ দেখছে জাতিসংঘ

Also Read: মৃত্যুদণ্ড দিয়ে বিক্ষোভ দমাতে চাইছে ইরান