ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মঙ্গলবার সৌদি আরবের রাজধানী জেদ্দায় পৌঁছান
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মঙ্গলবার সৌদি আরবের রাজধানী জেদ্দায় পৌঁছান

সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে সৌদি আরব গেলেন মোদি

দুই দিনের সফরে সৌদি আরবে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ মঙ্গলবার তিনি দেশটির শহর জেদ্দায় পৌঁছান। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে তৃতীয়বারের মতো সৌদি আরব সফরে গেলেন মোদি।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে শীর্ষ পর্যায়ের বৈঠকের পর এ সফর করলেন মোদি। ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্র উচ্চ হারে যে পাল্টা শুল্ক আরোপ করেছে, তা এড়ানোর জন্য ওয়াশিংটনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করতে চাইছে তাঁর সরকার।

আজ ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের সঙ্গে দীর্ঘদিনের এবং ঐতিহাসিক সম্পর্ক গভীরভাবে মূল্যায়ন করে ভারত। বিগত বছরগুলোয় এই সম্পর্ক গতি পেয়েছে। ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে মিলে পরস্পরের জন্য লাভজনক এবং বাস্তবসম্পন্ন অংশীদারত্ব গড়ে তুলেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে জ্বালানি তেলের তৃতীয় বৃহত্তম সরবরাহকারী সৌদি আরব। মধ্যপ্রাচ্যের এ দেশটিতে ২০ লাখের বেশি ভারতীয় বসবাস করেন। দেশটির শ্রমিক বাজারে বড় ভূমিকা রাখেন তাঁরা। ওই ব্যক্তিদের কাছ থেকে প্রতিবছর শত শত কোটি ডলারের রেমিট্যান্স পায় নয়াদিল্লি।

এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমান ও নরেন্দ্র মোদি—দুজনেরই। আগামী মাসে সৌদি আরব সফরের কথা রয়েছে ট্রাম্পের। এর মধ্য দিয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো দেশের বাইরে সফর করবেন তিনি।