হংকংয়ে সাগরে পড়ে দুই টুকরা হয়ে গেছে কার্গো উড়োজাহাজটি
হংকংয়ে সাগরে পড়ে দুই টুকরা হয়ে গেছে কার্গো উড়োজাহাজটি

হংকংয়ে সাগরে পড়ল উড়োজাহাজ, নিহত ২

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়েছে। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি এমিরেটসের ফ্লাইট ইকে৯৭৮৮, যা অ্যারোট্রান্সকারগো হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এটা মূলত বোয়িংয়ের ৭৪৭-৪৮১ (বিডিএসএফ) মডেলের একটি যাত্রাবাহী উড়োজাহাজ। পরে কার্গোয় রূপান্তর করা হয়।